Freedom of Expression

All our lives are unique journeys. The experiences we gather, the emotions we feel and the learnings we receive are all worth sharing. Maybe, some people in a far corner of this vast world will resonate with your words and it will bring a sweet smile to their faces. That’s how we connect, that’s how we live. Share your nostalgic experiences, creative ideas, inspiring stories, moments of joy, and your own fairy tales with all.

Share your creativity

মৃত্যুঞ্জয়, তুমি…..

By ড: বিদিতা ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, চিকিৎসা মনোবিজ্ঞান | Dec 18 2021

যখন আমি পিছন-পানে চাই

By সাহানা চক্রবর্তী | Nov 01 2021

যখন আমি পিছন-পানে চাই, দেখি ছায়ার মতো আবছা কিছু স্মৃতি । মুছে যাওয়া কিছু হাসি-মাখা মুখ, হারিয়ে যাওয়া স্বপ্নের ইতি ।

ঘুরে-ফিরে ঘরে ফেরার তাগিদ

By সাহানা চক্রবর্তী | Nov 01 2021

ঘুরে-ফিরে ঘরে ফেরার তাগিদ নির্বাসনে কাটাই দিন । অজানা অচেনা ভীড়ের মাঝে খুঁজে ফিরি এক মুখ ।

দিগন্তের গায়ে হেলান দিয়ে

By সাহানা চক্রবর্তী | Nov 01 2021

দিগন্তের গায়ে হেলান দিয়ে আমি গেয়ে যাই গান, আমার "পিয়ানো-ম্যান্" ।

কবে আসবে পথ ভুলে ?

By সাহানা চক্রবর্তী | Nov 01 2021

কবে আসবে পথ ভুলে ? হাঁটছো তো বহুদিন চেনা রাস্তায়, এবার একটু পথ হারাও ।

খুব ভোরে

By অদিতি | Nov 01 2021

খুব ভোরে, নিস্তব্ধ আকাশে তখনো হালকা একটুকরো অভিমান লেগে আছে-- সেই অভিমানী পথ বেয়ে তুমি এলে

रास्ता और मंज़िल

By डॉ मसरूर जहाँ | Oct 30 2021

जब मंज़िल बहुत दूर हो, या अनजान हो फिर भी मंज़िल की तलाश हो तो एक सफर करना ही पड़ता है

একদিন একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল

By সোহিনী দত্ত | Oct 30 2021

একদিন একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই শুরু হল মুষলধারায় বৃষ্টি এত জোরে বৃষ্টি যে চারপাশটা ঝাপসা হতে লাগলো। মেয়েটির কাছে সেদিন কোন ছাতা ছিল না।

Beauty- An Oversimplified Social Standard?

By Hridita Sit | Apr 07 2022

I’m sure you’ve heard those feel-good quotes concerning beauty and maybe even said one or two of them yourself at one point.

যেখানে মেঘ গাভীর মত চড়ে

By তপন চক্রবর্তী | Oct 28 2021

ইচ্ছে আর চেষ্টাটা চালু ছিল প্রায় বিশ বছর ধরেই। প্রত্যেক বারই ভাবতাম, খোঁজ খবর সংগ্রহ করতাম, টাকা-পয়সার হিসাব অবধি করে, শেষমেশ, টাকা এবং সময় দুটোরই এত প্রবল প্রয়োজন পড়তো, যে নিজেকে বোঝাতাম, ‘ঠিক আছে, সামনের বছর’।